নিজস্ব প্রতিবেদক, কলকাতা: অবশেষে কলকাতায় শুরু হয়ে গেল লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া অন্য দোকান বন্ধ থাকবে। আর সাধারণ মানুষকে থাকতে হবে বাড়িতেই।
রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, বিশেষ প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে না বের হতে। কেন্দ্রীয় সরকারও একই নির্দেশ দিয়েছে। আর সেই মোতাবেক রাজ্য সরকার ঘোষণা করেছে লকডাউনের।
প্রশাসন জানিয়েছে লক ডাউনের সিদ্ধান্ত যদি কেউ লঙ্ঘন করেন, তাহলে তাঁর সাজা হবে।