নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিলে শতাধিক দিনমজুর-শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আজ শুক্রবার বিকেলে পৌর শহরের জেলা যুবলীগের কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল জাব্বার লাভলু, সদর পশ্চিম যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক মাহবুব, ইসমাইল মেম্বার, শহর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন হ্যামেল ক্বারী, মিজানুর রহমান, সদর পূর্ব যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম আহ্বায়ক মমিন উল্যা সবুজ, আব্দুর রহিম মিন্টু, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাসেল, যুগ্ম আহ্বায়ক মো. হারুন, কুশাখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহাঙ্গীর, চরশাহী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীনসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।